প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

পপুলার২৪নিউজ ডেস্ক:
জেএসসি ও জেডিসি পরীক্ষার মতো প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলও আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার বলেন, ওই দিন বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে।

১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩১ লাখ পরীক্ষার্থী অংশ নেয়।

এর আগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশের সিদ্ধান্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধহিচকির ট্রেলারে আলোচনায় নতুন রানি
পরবর্তী নিবন্ধভারতের সবচেয়ে বড় দুর্নীতির মামলায় মূল আসামি খালাস!