ভোটের পরিবেশ শান্তিপূর্ণ, তবে আশঙ্কাও রয়েছে: বাবলা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে মাহীগঞ্জের দেওয়ানতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী কাওছার জামান বাবলা।

ভোট দিয়ে বের হওয়ার পর বাবলা বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। এভাবে ভোটগ্রহণ চললে ফলাফল ভালো হবে।

তবে ভোটের পরিবেশ শেষ পর্যন্ত সুষ্ঠু থাকবে কিনা সে ব্যাপারেও আশঙ্কা প্রকাশ করেছেন বাবলা।

এ সময় বাবলা অভিযোগ করেন, কয়েকটি ভোট কেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। তবে কেন্দ্রগুলোর নাম জানাতে পারেননি তিনি।

উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এদিকে চার স্তরের নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই শীত উপেক্ষা করে ভোর থেকেই ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। এ সময় ভোট নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে।

রংপুরে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত ১১ ওয়ার্ডে ৬৫ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০৩ বর্গকিলোমিটার আয়তনের রংপুর সিটিতে ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। ৩৩ ওয়ার্ডে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট। নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় র‍্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ হাজার সদস্য মোতায়েন থাকছে।

 

পূর্ববর্তী নিবন্ধরংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে
পরবর্তী নিবন্ধনির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিক উপায়ে অনুষ্ঠিত হচ্ছে:এরশাদ।