আশা করি উৎপল সঠিক তথ্য দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

দুই মাসেরও বেশি সময় নিখোঁজ থাকার পর ফিরে আসা সাংবাদিক উৎপল দাসের দেয়া তথ্যের ভিত্তিতে রহস্য উদঘাটনে পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা আশা করি উৎপল সঠিক তথ্য দেবেন।’

বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, পুলিশ জানিয়েছে, তার (উৎপল) কাছ থেকে যে সব তথ্য পাচ্ছে, সেগুলোর উপর ভিত্তি করে তারা পরবর্তী ব্যবস্থা নেবে। তাকে কে নিয়ে গিয়েছিল, কেন নিয়েছিল, কি হয়েছিল, সেসব ঘটনার তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমরা আশা করি উৎপল সঠিক তথ্য দেবেন।

দুই মাস পার হলেও পুলিশ কেন অপহরণকারীদের ধরতে পারেনি জানতে চাইলে মন্ত্রী বলেন, অপহরণকারীকে আমরা সঙ্গে সঙ্গে ধরেছি এ রকম উদাহরণও আছে। এটা দুঃখজনক, নিরাপত্তা বাহিনী যে চুপচাপ বসেছিল তাও নয়। ভালো কাজও কিন্তু নিরাপত্তা বাহিনী করছে। দু’একটা ব্যর্থ হয়েছে। তার নিঁখোজ হওয়ার পেছনে যদি কোন কাহিনী থাকে সেটাও আমরা তার তথ্যের মাধ্যমে বের করতে পারব।

ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়ে গেছে, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাকে আইনি নোটিশে যা বললেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধরসিক নির্বাচন হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য : সিইসি