জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদদের সঙ্গে বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া প্রার্থনাকারী সেই মাদ্রাসা অধ্যক্ষের ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা গোপালপুর থানার এসআই আবদুল হান্নান এ আবেদন করেন।
টাঙ্গাইলের গোপালপুর আমলি আদালতে মঙ্গলবার শুনানির কথা রয়েছে।
টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার জেলার গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদদের দোয়া করার সময় ফায়জুল বঙ্গবন্ধুর খুনিদের জন্যও দোয়া প্রার্থনা করেন।
দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ ফায়জুল বলেন, ‘হে আল্লাহ তুমি পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকারী, যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেশত নসিব করো। হে আল্লাহ তুমি বিচারের পর তাদের বেহেশত নসিব করো।’
ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা শারমীন তাকে গ্রেফতারের নির্দেশ দেন।
ওই দিনই সন্ধ্যায় জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।
গ্রেফতার ড. ফায়জুল আমীন সরকার গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ।
ফায়জুল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের আবদুল মান্নান সরকারের ছেলে। গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় ২০০৯ সালে তিনি যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা শহরের একটি মাদ্রাসায় এক বছর ও জামালপুর জেলার সরিষাবাড়ীর একটি মাদ্রাসায় পাঁচ বছর শিক্ষকতা করেন।