ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেখ শামীমুল আলমের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
(ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। শামীমুল আলম স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. শেখ শামীমুল আলম একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কাজে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. শেখ শামীমুল আলম ১৯৮৮ সালের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯৫ সালে ১১ সেপ্টেম্বর সহকারী অধ্যাপক, ১৯৯৯ সালের ২০ নভেম্বর সহযোগী অধ্যাপক এবং ২০০৪ সালের ১ ডিসেম্বর অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।