পপুলার২৪নিউজ ডেস্ক:
জনপ্রিয় ব্যান্ডদল শিরোনামহীন আর তানযীর তুহিন দুটি অবিচ্ছেদ্য শব্দ। এ অবস্থায় সম্প্রতি কিছু দিন অসুস্থ থাকার পর দল ছড়ার ঘোষণা দেন তুহিন। দলের কর্মীদের প্রতি তাকে অবহেলার অভিযোগ তোলা হয়। তবে দলের পক্ষ থেকে এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।
এসবের মধ্যেই ভালো গান নিয়ে শ্রোতাদের মাতাতে ‘আভাস’ নামে নতুন ব্যান্ডদল নিয়ে আসছেন তুহিন।
দল ও নিজের প্রস্তুতি নিয়ে তুহিন গণমাধ্যমকে বলেন, শিরোনামহীন ছাড়ার পর অনেকেই যোগাযোগ করেন। তাদের সঙ্গে আলোচনা শেষেই ‘আভাস’ গড়ার পরিকল্পনা করি।
দলের নাম প্রসঙ্গে তুহিন বলেন, কোনো ঘটনা ঘটার আগে তার একটি আভাস পাওয়া যায়। সেই ভাবনা থেকেই আমরা দলের নাম দিয়েছি ‘আভাস’। আমরাও ভালো কিছু গানের আভাস নিয়ে আসতে চাই।
তুহিন ছাড়াও আভাসে থাকছেন- সুমন [গিটার], রাজু [বেজ], রিঙ্কু [ড্রামস], শাওন [কি-বোর্ড]।
ভালো গান নিয়ে নতুন বছরেই আভাস হাজির হবেন জানিয়ে তুহিন বলেন, এরই মধ্যে আমরা নতুন কয়েকটি গানের কাজ শুরু করেছি। নতুন গানের পাশাপাশি থাকবে শিরোনামহীনে গাওয়া আমার কয়েকটি গান। এসব নিয়ে নিয়মিত মহড়া দিচ্ছি। ইচ্ছা আছে, বছরের শুরুতেই আভাসের নতুন গান নিয়ে হাজির হওয়ার।
তুহিন সব শ্রোতা, ভক্ত, বন্ধু ও মিডিয়াকে অনুরোধ জানিয়েছেন- আগের মতোই পাশে থেকে সুখ-দুঃখ, আনন্দে সাহস ও অনুপ্রেরণা দেয়ার জন্য।