পপুলার২৪নিউজ প্রতিবেদক:
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ছায়েদুল হকের লাশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়।
জানাজায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে ছায়েদুল হককে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছায়েদুল হককে শ্রদ্ধা জানানো হয়।
মরহুমের লাশ হেলিকপ্টারযোগে তার জন্মস্থান ও নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নেওয়া হবে। ওই উপজেলার আশুতোষ পাইলট হাইস্কুল মাঠে বেলা ১১টায় তার দ্বিতীয় নামাজে জানাজা হবে। পরে মরহুমের লাশ নেওয়া হবে তার নিজ গ্রাম পূর্বভাগে। সেখানে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে ছায়েদুল হককে।