পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচন কমিশনকে সকল ক্ষমতা দিয়ে শেখ হাসিনার সরকার সে সময় সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।
রুটিন দায়িত্ব পালন করবে। এই মুহূর্তে এটাই শেষ কথা। অন্য কোন দুঃসপ্ন দেখে এখন আর লাভ নেই। নির্বাচনের ট্রেন তো আর কারো জন্য থেমে থাকবে না।
আজ বুধবার সকালে রামকৃষ্ণ মিশনে প্রস্তাবিত বিবেকানন্দ ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি-জামায়াত) মাইনরেটি ইনফেরিওরেটি কমপ্লেক্সে ভুগছে। তাই এ ধরনের কাজ করছে। এরা দুর্বৃত্ত, এরা সন্ত্রাসী। আমরা নাসিরনগরে হামলার বিচারকাজ শুরু করেছি।
বাকিগুলোরও হবে। হিন্দুরা নিজেদের দুর্বল ভাবেন। উইকনেস ইজ ডেথ। আপনাদেরও সমান অধিকার। আঘাত করলে আপনারাও পাল্টা আঘাত করেন।
ভারতের অর্থায়নে বিবেকানন্দ ভবনটি নির্মাণের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভারত সরকার এ ভবন নির্মাণে এগিয়ে আসাতে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা (রামকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষ) শেখ হাসিনার সরকারের কাছে এই ভবন নির্মাণে সাহায্য চাইলে উনি তো আপনাদের ফিরিয়ে দিতেন না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মিশন কার্যনির্বাহী কমিটির সভাপতি বিচারপতি শ্রী গৌর গোপাল সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।