পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
পটুয়াখালীতে পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনায় ভুক্তভোগী নারীকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আগামী ১৫ জানুয়ারির মধ্যে ক্ষতিগ্রস্ত নারী মাকসুদা বেগমকে এ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে ক্লিনিক মালিককে ৪ লাখ এবং ভুয়া চিকিৎসককে ৫ লাখ টাকা দিতে হবে হাইকোর্টর আদেশে জানানো হয়।
বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।
গত মার্চে সন্তান প্রসবের জন্য মাকসুদা বেগমকে পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকে নেয়া হয়। অস্ত্রোপচার করে মাকসুদার একটি মেয়ে হয়। কয়েক দিন ক্লিনিকে থাকার পর তারা বাড়ি ফেরেন। এক মাস পর মাকসুদা পেটে তীব্র ব্যথা অনুভব করায় আবারও ওই ক্লিনিকে যান। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দিয়ে ব্যথা কমানোর চেষ্টা করেন। এর পর পটুয়াখালীতে এক চিকিৎসককে দেখানোর পর তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। ১২ জুলাই হাসপাতালে মাকসুদার অস্ত্রোপচার হয়। তখন তার পেটের ভেতর থেকে গজ বের করা হয়।
এ ঘটনায় একটি জাতীয় দৈনিকে গত ২২ জুলাই প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদ উল্লা আদালতের নজরে আনার পর হাইকোর্ট এক আদেশে পটুয়াখালীর সিভিল সার্জন ও বরিশাল মেডিকেলের গাইনি বিভাগের প্রধান ও বাউফলের নিরাময় ক্লিনিকের মালিককে তলব করেন হাইকোর্ট।
পাশাপাশি ওই ঘটনায় কেন সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হবে না তা রুলে জানতে চান হাইকোর্ট।