কালিয়াকৈরে আগুনে দগ্ধ শ্রমিকের মৃত্যু

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
গাজীপুরে কালিয়াকৈরের জামালপুর এলাকায় এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ শ্রমিক শেফালির (৩৫) মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেফালির শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, এফ এস কসমেটিকস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৫ জনকে এ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে শেফালি বুধবার ভোর রাতে মারা গেছেন।

নিহত শেফালির স্বামীর নাম আব্দল মান্নান। বাড়ি গাজীপুরের কালিয়াকৈরের পলাশতলী এলাকায়।

এর আগে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর এলাকার ওই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে গুরুতর আহত শ্রমিক রহিম ও তার স্ত্রী নাজমিন, বোন আসমা খাতুন ও ম্যানেজার জাকির হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের কালিয়াকৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসন থেকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধগাজায় ফের ইসরাইলি বিমান হামলা,নিহত ২
পরবর্তী নিবন্ধছয় বছর বয়সেই কোটি ডলার আয়