জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ঢাকা-নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সড়কে যান চলাচল এখনো সচল হয়নি। গত ৩২ ঘণ্টা যাবৎ যানচলাচল স্বাভাবিক না হওয়ায় স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন পরিবহনের চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া সড়কে শিল্প কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন আটকা থাকায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
জানা গেছে, শনিবার রাত ২টা থেকে সোমবার সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত এ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে গামেন্টস, মুক্তারপুর সিমেন্ট কারখানাসহ বিভিন্ন এলাকার মালবাহী গাড়ি চলাচল করতে না পারায় বিভিন্ন পণ্য রফতানি বন্ধ রয়েছে। এছাড়া পঞ্চবটি ট্রাক টার্মিনাল থেকে পণ্য লোড করতে শহরের নিতাইগঞ্জে যেতে না পারায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে রাস্তা অচল হয়ে যাওয়ায় ফতুল্লার আশপাশের সকল রাস্তায় তার প্রভাব পড়েছে। প্রতিটি রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে স্কুল কলেজগামী ও কর্মজীবী মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর রাস্তা অচল হয়ে যাওয়ায় মানুষ ঢাকামুখি, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরমুখি হতে পারছে না।
জানা গেছে, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকাস্থ নির্মাণাধীন একটি ব্রিজের পাশে রাস্তা ধসে পড়াসহ ব্রিজের নির্মাণ চলায় শনিবার রাত ২টা হতে যানচলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আছে। এছাড়া ঢাকা-নারায়ণগঞ্জ সড়কেও যানচলাচল বন্ধ হয়ে আছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, রাস্তা দ্রুত সংস্কার করে যান চলাচল করার উপযোগী করতে সড়ক ও জনপদের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগযোগ করা হচ্ছে।