মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মুকসুদপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে , দূর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর, মানববন্ধন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এই প্রতিপাদ্য কে সামনে ৯ ডিসেম্বর শনিবার সকালে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দূর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর, মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান, উজানী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দুর্নীতি কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আলী খান, মুকসুদপুর কলেজের সাবেক অধ্যক্ষ তৌহিদুল হক বকুল, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক সুনীল কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব উন নুর ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক হায়দার হোসেন। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে অনুষ্ঠানে উল্লেখ করার মত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীবিদ, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিকেলে উপজেলা চৌরঙ্গীমোড়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন তাপস মুখার্জী, ওমর ফারুক, আরিনা, টাবু, বৃষ্টি প্রান্ত, রবিন, তারেক, শাজাহান, সোহেল। অনুষ্ঠান নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন হুজ্জাত হোসেন লিটু ও ছিরু মিয়া এবং সঞ্চালনা করেছেন আরিফুল ইসলাম।