উখিয়ায় ড্রোনসহ ৪ তুরস্ক নাগরিক আটক, মুচলেকা দিয়ে মুক্ত

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
উখিয়ায় ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিককে আটক করেছে গোয়েন্দা সংস্থার লোকজন। পরে তাদের থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বুধবার সন্ধ্যায় উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে গোপন সংবাদের ভিত্তিতে ড্রোন উড়ানোর সময় তাদের আটক করা হয়। পরে এ জন্য ক্ষমা চাইলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক মাঈন উদ্দিন বলেন, ড্রোন উড়িয়ে চিত্র ধারণ করার সময় জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে তুরস্কের ৪ নাগরিককে আটক করা হয়। এ সময় ড্রোনগুলোও জব্দ করা হয়।

ড্রোন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

বিদেশি এই নাগরিকদের ভিসার মেয়াদ শেষে স্বদেশে চলে যাওয়ার সময় ড্রোনটি ফেরত দেয়া হবে।
তিনি আটককৃতদের পরিচয় জানাতে সম্মত হননি।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ড্রোনসহ তুরস্কের ৪ নাগরিককে আটক করেছে ডিজিএফআই।

বাংলাদেশের প্রচলিত আইনে এটি যে শাস্তিযোগ্য অপরাধ সে বিষয়ে তারা জানে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ ধরনের ভুল আর হবে না বলে ক্ষমা চাইলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

 

পূর্ববর্তী নিবন্ধনব্য জেএমবির উত্তরবঙ্গের সামরিক প্রধানসহ গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধআশুলিয়ায় বাসচাপায় দম্পতি নিহত