ঢাকা ডায়নামাইটসের ১৩৮ রানের মামুলি লক্ষ্যও টপকাতে পারলো না রংপুর রাইডার্স। ফলে ঢাকার কাছে ৪৩ রানে হেরে যায় তারা। নির্ধারিত ২০ ওভারের পুরোটা ব্যাটিং করলেও ৭ উইকেটে ৯৪ রানের বেশি এগুতে পারেনি রংপুর রাইডার্স। ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করলো ঢাকা আর রংপুরের অবস্থান চারে।
রংপুরের হয়ে ওপেনার চার্লস ২৬ রান করেন। ৩০ বল খেলে তিনি ২৬ রান করেন। যাতে কোন চারের মার না থাকলেও দুটি ছয়ের মার ছিল।
রংপুরের হয়ে সর্বোচ্চ রান করেন রবি বোপারা। ৩০ বল খেলে তিনি করেন হার না মানা ২৮ রান। আর নাহিদুল ইসলামের ব্যাট থেকে আসে ১৩ রান। রংপুরের আর কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
বোলারদের মধ্যে সাকিব আল হাসান ও আবু হায়দার রনি দুইটি করে উইকেট নেন। আর মোসাদ্দেক হোসেন , সুনিল নারিন ও মোহাম্মদ আমির একটি করে উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন।
এর আগে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রান করে ঢাকা ডায়নামাইটস।