অস্ট্রেলিয়ায় মিলল স্বেচ্ছায় মৃত্যুর বৈধতা

পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য স্বেচ্ছায় মৃত্যুর বৈধতা দিয়েছে।
১০০ ঘণ্টারও বেশি সময় ধরে তুমুল বিতর্কের পর যুগান্তকারী এ আইনটি পাস হল। এ ইস্যুতে টানা দুই রাত বিতর্ক চলে।

এ আইনের ফলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় জনবসতিপূর্ণ রাজ্যে মুমূর্ষু রোগীরা ২০১৯ সালের মাঝামাঝি থেকে প্রাণনাশক ওষুধ ব্যবহারের জন্য আবেদন করতে পারবেন।

তবে এক্ষেত্রে তাদের বয়স কমপক্ষে ১৮ বছরের বেশি হতে হবে এবং তাদের ছয় মাসের বেশি বাঁচার সম্ভাবনা থাকবে না।

‘আমি গর্বিত যে আমরা আমাদের সংসদ এবং রাজনৈতিক প্রক্রিয়ার মূলে সমবেদনার অধিকার প্রতিষ্ঠা করেছি,’ রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলছিলেন।

‘এটিই রাজনীতি এবং এটিই সর্বশ্রেষ্ঠ। আর ভিক্টোরিয়া যেটি করে আমাদের জন্য সেটিই শ্রেয়।’ বলছিলেন তিনি।

 

পূর্ববর্তী নিবন্ধনতুন বছরের উপহার ফোরজি সেবা: তারানা হালিম
পরবর্তী নিবন্ধআইসিএবি সিআরসি ছাত্র সামিট,২০১৭ অনুষ্ঠিত