রংপুর সিটি নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে: নির্বাচন কমিশনার

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এ ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা প্রতিটা নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে করতে চাই।

আমরা চাই রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকেও কুমিল্লা সিটি কর্পোরেশনের মতো সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মাধ্যমে সিটি কর্পোরেশন নির্বাচনের শুভ সূচনা করেছে। প্রশ্নের ঊর্ধ্বে থেকে ওই নির্বাচনটা সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়েছে।

তিনি মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, জাতীয় পরিচয়পত্র হচ্ছে একটি ডিজিটাল ডকুমেন্ট। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি প্রস্তুত করা হয়েছে।

এ পরিচয়পত্র একটি বহনযোগ্য দলিল, যা নাগরিকের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সেবা সুবিধা প্রদান তথা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করতে মুখ্য ভূমিকা পালন করবে।

তিনি বলেন, সিটি কর্পোরেশনগুলোতে এ স্মার্ট কার্ড সরবরাহের পরে জেলা পর্যায়ে সরবরাহের পদক্ষেপ গৃহীত হচ্ছে। ডিসেম্বরের প্রথম তারিখে ৩৭টি জেলায় একযোগে ওই পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হবে।

ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা সঙ্কট এড়িয়ে ভাষণ দিলেন পোপ
পরবর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান, নিহত ৩