ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে একধাপ এগিয়ে অস্ট্রেলিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:
অ্যাশেজ পুনরুদ্ধারের লড়াইয়ে একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ব্রিজবেন টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

শেষ ইনিংসে ১৭০ রান তাড়ায় আগের দিনই বিনা উইকেটে ১১৪ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া।

সোমবার শেষ দিন সকালে বাকি ৫৬ রানও তুলে ফেলে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের জুটি।

আগের দিনের মতোই জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের বোলিংয়ে দুজন ছিলেন সাবধানী। বাকিদের বোলিং অনায়াসে খেলে বাড়িয়েছেন রান। ৮৭ রানে অপরাজিত থেকে যান ওয়ার্নার। অভিষেক টেস্টে ব্যানক্রফট অপরাজিত ৮২ রানে।

এদিকে অ্যাশেজ জয়ের লড়াইয়ে এগিয়ে গিয়ে তৃপ্তির হাসি হেসেছেন স্মিথ। বলেছেন, অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট সবসময়ই গুরুত্বপূর্ণ। সিরিজের সুর বেঁধে দেয় এটি। সিরিজ শুরুর আগে বেশ চাপ ছিল। আমরা যেভাবে খেলেছি, তাতে আমি সন্তুষ্ট। গ্যাবায় আমাদের রেকর্ড সবসময়ই দারুণ। সেটি ধরে রাখতে পেরে ভালো লাগছে।

প্রথম ইনিংসে ১৪১ রানের অসাধারণ অপরাজিত ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস : ৩০২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ৩২৮
ইংল্যান্ড ২য় ইনিংস: ১৯৫
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ১৭০) ৫০ ওভারে ১৭৩/০ (ব্যানক্রফট ৮২*, ওয়ার্নার ৮৭*; অ্যান্ডারসন ০/২৭, ব্রড ০/২০, মইন ০/২৩, ওকস ০/৪৬, বল ০/৩৮, রুট ০/১৭)।

ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে

ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন স্মিথ

পূর্ববর্তী নিবন্ধকাফনের কাপড়ে আমরণ অনশনে দিয়াজের মা
পরবর্তী নিবন্ধআমাকে তারা আইফোনের বদলে আলু দিয়েছে