বিএনপির আমলে নির্বাচনী কফিনে ভরা ছিল গণতন্ত্রের লাশ: সেতুমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি নির্বাচনী কফিনের ভিতরে গণতন্ত্রের লাশ। আজ সোমবার ৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন এর ২৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) প্রাঙ্গণে এক আলোচনা সভায় এ কথা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি কফিনের ভিতরে গণতন্ত্রের লাশ।

গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি আজ গভীর খাদের কিনারায়। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা এখন অস্ত্রের ভাষায় কথা বলছে- খালেদা জিয়া মাঠের রাজনীতি ছেড়ে অস্ত্রের রাজনীতি শুরু করেছেন। তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র না থাকলে, তাহলে আমাদের সিপিসি সম্মেলন হলো কিভাবে। শহীদ ডা. মিলনের স্মৃতি স্মরণ করে তিনি বলে তারুণ্য ও ছাত্র রাজনীতির প্রতিকৃতি হলো ডা. মিলন। তিনি বলেন, বিএনপি অপশক্তির সাথে আঁতাত করেছে। তা না হলে আওয়ামী লীগ স্বৈরাচারের সাথে হাত মেলাতো না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, ঢামেক অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ, চিকিৎসক নেতৃবৃন্দ, শহীদ ডা. মিলনের মা সেলিনা আক্তার সহ অন্যান্যরা। সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
আলোচনা সভার পূর্বে নেতৃবৃন্দ শহীদ ডা. মিলনের সমাধি’তে পুষ্পস্তবক অর্পণ করেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ানডে সিরিজের অধিনায়ক রোহিত, বিশ্রামে কোহলি
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ব্যাংক এশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত