রোনাল্ডোর সঙ্গে কখনও বন্ধুত্ব হবে কি না জানি না: মেসি

পপুলার২৪নিউজ ডেস্ক:
এক ম্যাচ হাতে রেখেই গ্রুপসেরা হয়ে চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ লীগেও এবার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কাতালানরা। তার পরও এ মুহূর্তে নিজেদের ইউরোপের সেরা দল ভাবছেন না বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরো মঞ্চে নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে ম্যানসিটি ও পিএসজির নাম বললেন মেসি, ‘সিটি ও পিএসজি এ মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দলগুলোর অন্যতম। এখন পর্যন্ত দুই দলই ফেভারিটের মতোই খেলেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগ লম্বা ও কঠিন একটি টুর্নামেন্ট। রিয়াল মাদ্রিদকেও আমি বাদ দেব না। যদিও সবাই যেমন চাইছে, তারা তেমনটা খেলতে পারছে না; কিন্তু আমি নিঃসন্দেহে বলতে পারি, তারা সবকিছুর জন্যই লড়বে। প্রতি বছর তো তারা এটাই করে। বায়ার্ন আরেকটি বড় দল, যারা শেষ পর্যন্ত লড়বে। তবে এ মুহূর্তে সিটি ও পিএসজিই সেরা।’
মার্কাকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের পাশাপাশি সমসাময়িক ফুটবলের প্রায় সব প্রসঙ্গই ছুঁয়ে গেছেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে কখনও বন্ধুত্ব গড়ে উঠবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
এর কারণও জানালেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার, ‘আমি জানি না আমরা কখনও বন্ধু হতে পারব কিনা। বন্ধুত্ব গড়ে ওঠে একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে। একে-অপরকে জানার মধ্য দিয়ে। আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। কারণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলোতেই শুধু আমাদের দেখা হয়। আর শুধু এই সময়েই আমাদের কথা হয়।’
বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জয়ের লড়াইটা গত এক দশক ধরে মেসি ও রোনাল্ডোর মধ্যেই সীমাবদ্ধ। এবার অন্য কারও ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা আছে কিনা সেই প্রসঙ্গে মেসি জানালেন, ‘এখন বড় মাপের অনেক খেলোয়াড় আছে যারা ব্যালন ডি’অর জিততে পারে। সাম্প্রতিক বছরগুলোতে কেবল দু’জনকে দেখা গেছে। কিন্তু এখন নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লুইস সুয়ারেজের মতো খেলোয়াড়রা এই পুরস্কারের জন্য লড়াই করতে পারে।’
মেসি কথা বলেছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপ নিয়েও। গত আসরের ফাইনালে জার্মানির কাছে হেরেছিল মেসির আর্জেন্টিনা।
এবারও জার্মানিকে ফেভারিটের তালিকায় রাখছেন আর্জেন্টিনা অধিনায়ক, ‘বরাবরের মতো এবারও জার্মানি অন্যতম ফেভারিট। আরও কিছু দলও শিরোপার বড় দাবিদার। ব্রাজিল, স্পেন ও ফ্রান্স খুব ভালো ফর্মে আছে।’
এবার বাছাই পর্ব পেরোতেই ঘাম ছুটে গেছে আর্জেন্টিনার। এ প্রসঙ্গে মেসি বলেন, ‘আমাদের জন্য সময়টা খুব কঠিন ছিল। বাছাই পর্বে আমরা তিনজন কোচের অধীনে খেলেছি। প্রত্যেকেরই ভিন্ন ফুটবল দর্শন থাকে। মানিয়ে নেয়াটা তাই সহজ ছিল না। এখন আমাদের কোচ হোর্হে সাম্পাওলি। তার অধীনে আমরা মাত্র চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি। সুতরাং উন্নতির ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। ফুটবলে বড়-ছোট দলের ব্যবধান ক্রমেই কমে আসছে। বিশ্বকাপে জায়গা করে নেয়াটা আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে। ইতালি ও নেদারল্যান্ডসের মতো দলও বাছাই পর্ব থেকে বাদ পড়ে গেছে। এটাই বাস্তবতা।’ ওয়েবসাইট।
পূর্ববর্তী নিবন্ধসাপ দেখে আঁতকে উঠলেন সানি লিওন
পরবর্তী নিবন্ধমাদরাসা নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জঙ্গিবাদ সৃষ্টি করে: আইজিপি