অভিজিৎ হত্যা : পুরস্কার ঘোষিত আসামি গ্রেফতার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) অপারেশন (অপস্) শাখার আরও এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতারকৃতের নাম মো. আরাফাত রহমান। তার সাংগঠনিক নাম সিয়াম ওরফে সাজ্জাদ (২৪)।

শুক্রবার রাতে ঢাকার সাভার থানাধীন আমিন বাজারের বরদেশী এলাকা থেকে ঢাকা জেলা ডিবি পুলিশের (উত্তর) সহায়তায় তাকে গ্রেফতার করে।

‘জুলহাস-তনয়, নিলয় ও দীপন’ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতার হওয়া আরাফাত। তাকে গ্রেফতারে ডিএমপি দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মাসুদুর রহমান জানান, আরাফাত জানিয়েছে, সংগঠনের বড় ভাইয়ের (মেজর জিয়া) নির্দেশে এবং পরিচালনায় এ হত্যাকাণ্ডে তারা অংশ নিয়েছিলেন।

অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধছোটবেলার সহপাঠী আনুশকা-সাক্ষী!
পরবর্তী নিবন্ধববির প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে ঢাবির তিন ছাত্রসহ আটক ৬