পপুলার২৪নিউজ ফিরোজ মিয়া:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে মধ্যে দিয়ে সপ্তাহে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের শেষ দিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করছে। প্রায় ৪ বছর ১০ মাসের মধ্যে মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক। ২০১৩ সালে ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটি সর্বোচ্চ অবস্থান।
ওই বছরের ৩০ এপ্রিল ডিএসইএক্স কমে সর্বনিন্ম ৩ হাজার ৪৩৮ দশমিক ৮৯ পয়েন্টে নেমে যায়। গত সেপ্টেম্বরে প্রথম এ সূচক ৬ হাজার পয়েন্টে পৌঁছায়। ২০১৭ সালেই সূচক সবচেয়ে বেশি বেড়েছে। বাজার সংশ্নিষ্টরা মনে করেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতসহ অন্য খাতের বড় মূলধনের বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি বাজার সূচককে নতুন উচ্চতায় এনেছে। এ ছাড়া সার্বিকভাবে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ নিকট অতীতের চেয়ে কিছুটা হলেও বেড়েছে।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৪ হাজার ৯৭৩ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪ হাজার ৬৮৪ কোটি ৯৯ লাখ ৪০ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ হিসেবে লেনদেন বেড়েছে দশমিক ৬ দশমিক ১৬ শতাংশ। একই সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৬৪ শতাংশ বা ৪০ দশমিক ৪২ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১ শতাংশ বা ৩১ দশমিক ১৮ পয়েন্ট।
তবে ডিএসই৩০ সূচক কমেছে ২ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৮৮টির, কমেছে ১৩৫টির আর অপরিবর্তীত ছিল ১৪টির দর। অন্যদিকে মোট লেনদেনের ৮৮ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৫ দশমিক ৭২ শতাংশ বি ক্যাটাগরির, ৪ দশমিক ৩২ শতাংশ এন এবং ১ দশমিক ৯৬ শতাংশ ছিল জেড ক্যাটাগরিরর কোম্পানির দখলে। আর সিএসইতে লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৩০৭ কোটি ৭ লাখ ৭২ হাজার টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ২ দশমিক ৮৩ শতাংশ। আর সিএএসপিআই সূচক বেড়েছে ১২৪ পয়েন্ট।