যৌন হয়রানির অভিযোগে বরখাস্ত উপস্থাপক

পপুলার২৪নিউজ ডেস্ক:
যৌন হয়রানির অভিযোগে মার্কিন টক শো উপস্থাপক চার্লি রোজকে কয়েকটি টেলিভিশন চ্যানেল প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয়েছে। আটজন নারী তাঁর বিরুদ্ধে অশালীন আচরণ করার অভিযোগ করার পর তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।

ওয়াশিংটন পোস্ট প্রথম চার্লি রোজের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে একটি প্রতিবেদন প্রকাশ করে। তিনি যেসব টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করতেন, বিষয়টি তাঁদের নজরে আসে। এরপরই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানায় চ্যানেল কর্তৃপক্ষগুলো।

সিবিএস নিউজ কর্তৃপক্ষ বলেছে, ‘এসব অভিযোগ খুবই হতাশাজনক। আমরা বিষয়টিকে তাই খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি।’ একই সুর পিবিএস ও ব্লুমবার্গ কর্তৃপক্ষেরও। এই দুই প্রতিষ্ঠান থেকেও তাঁকে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে টুইট করে চার্লি রোজ দুঃখ প্রকাশ করেছেন। তবে সব অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেছেন।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ১৯৯০ থেকে ২০১১ সালের মধ্যে এসব ঘটনা ঘটেছে বলে ওই আটজন নারী অভিযোগ করেছেন। ৭৫ বছর বয়সী চার্লি রোজ যুক্তরাষ্ট্রের অন্যতম সম্মানিত উপস্থাপক হিসেবে বিবেচিত হন।

পূর্ববর্তী নিবন্ধরাজশাহী সেনানিবাস পরিচালিত প্রয়াস স্কুলে এসবিএসি ব্যাংকের অনুদান
পরবর্তী নিবন্ধশনিবার থেকে ক্লাসে ফিরছে বুয়েট শিক্ষার্থীরা