ঝিনাইদহে আ’লীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
একই স্থানে আওয়ামী লীগের দুগ্রুপের পাল্টাপাল্টা সমাবেশ ডাকায় ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পযর্ন্ত এ আদেশ বলবৎ থাকবে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, স্থানীয় আওয়ামী লীগের দুগ্রুপ সাধুহাটী ইউনিয়নের বারোমাইল নামক স্থানে পাল্টাপাল্টি দলীয় সমাবেশ আহ্বান করে।

এতে করে ওই এলাকায় আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে ইউনিয়নটির গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ওসি জানান, কয়েক দিন আগে সাধুহাটীতে আওয়ামী লীগের সম্মেলন হয়। সেখানে জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থেকে ইউনিয়ন কমিটি গঠন করেন। এতে রেজাউল মণ্ডল সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

তিনি আরও জানান, ওই কমিটিকে না মেনে খলিল উদ্দিন মালিথার নেতৃত্বে আওয়ামী লীগের আরেক গ্রুপ মঙ্গলবার ৩টার দিকে পাল্টা সম্মেলন আহ্বান করে।

এ খবর জানার পর নব গঠিত কমিটিও একই সময়ে একই জায়গায় পাল্টা সভা ডাকে। এ নিয়ে গোটা ইউনিয়নে দলীয় নেতা কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানান ওসি।

এ অবস্থায় ভোর থেকে সভাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধতনুর পরিবারকে ঢাকায় ডেকেছে সিআইডি