হাতিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত জলদস্যুপ্রধান সাইফুল ইসলাম ও তার সহযোগী শফিক নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বয়রাচরের চতলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব জানিয়েছে, নিহত সাইফুল ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে বিভিন্ন হত্যা, ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।

র‌্যাব ১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, উপজেলার বয়রাচরের চতলারঘাট এলাকায় জলদস্যু সাইফুল বাহিনী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে রাতে সেখানে অভিযানে যায় র‌্যাব।

তিনি আরও জানান, অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সাইফুল বাহিনী। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে র‌্যাব দুজনকে আহতাবস্থায় উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাস্থল থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি, ডাকাতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এএসপি জসীম জানান, পরে স্থানীয়রা সাইফুল ও শফিককে শনাক্ত করেছেন। সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন হত্যা, ডাকাতিসহ নানা অপরাধের নয়টি মামলা রয়েছে।

নিহতদের মৃতদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

 

পূর্ববর্তী নিবন্ধঢামেকে ঘুমন্ত মায়ের কোল থেকে শিশু নিখোঁজ
পরবর্তী নিবন্ধসশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা