কম্বলের ভেতরে সোনার ৫৮টি বার লুকিয়ে এনেছেন বাহরাইন থেকে আসা এক যাত্রী।
সোমবার সকাল সাড়ে ১০টায় গলফ এয়ারের যাত্রী মো. আলম শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তার কম্বলে এসব স্বর্ণের বার পাওয়া যায়।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর মো. আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার ব্যাগ স্ক্যান করে ভেতর থাকা কম্বলটি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ৫৮টি সোনার বারের প্রতিটির ওজন ১১৬ গ্রাম। মোট ওজন ৬ কেজি ৭০০ গ্রাম। আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) ও প্রিভেনটিভ দলের প্রধান সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বারগুলো নিজের নয় বলে দাবি করেন আলম।
তার গ্রামের বাড়ি কুমিল্লায়। বাহরাইনে তিনি নির্মাণশ্রমিকের কাজ করেন। হায়দার নামে এক বন্ধু কম্বলটি তাকে দিয়েছিলেন। আলমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।