২০১৬ সালে পৃথিবীর জনপ্রিয়তম ওয়েব এন্টারটেইনমেন্ট সংস্থা নেটফ্লিক্স চুক্তিবদ্ধ হয় বলিউডের বাদশা শাহরুখ খানের সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে। একটি আট পর্বের টিভি সিরিজ করার পরিকল্পনাও করা হয়।
আর সেই টিভি সিরিজেই সক্রিয় ভূমিকা নিতে চলেছেন শাহরুখ খান।নেটফ্লিক্স অবশ্য জানিয়েছে, সিরিজে অভিনয় করছেন না শাহরুখ। কিন্ত গোপন সূত্রে খবর , নেটফ্লিক্সের সেই সিরিজে সামান্য অভিনয়েরও ইচ্ছা প্রকাশ করেছেন শাহরুখ খান। নতুন সেই ওয়েব সিরিজের নাম Bard of Blood। সিরিজের গল্পটি লিখেছেন বিলাল সিদ্দিকি।
জানা গেছে, সিরিজের কেন্দ্রীয় চরিত্রটি পেশায় অধ্যাপক, যিনি উত্তর ভারতের পাহাড়ি এলাকার বাসিন্দা। একসময়ে তাকেই ফিরে আসতে হয় তার দেশ ও তার পরিবারকে বাঁচাতে। সেই যাত্রার বিষয়টি উঠে আসতে চলেছে এই ছবিতে। ছবির চরিত্রগুলি হিন্দি, ইংরাজি ও উর্দু ভাষায় কথা বলবেন।
শ্যুটিং করা হবে ভারত ও উপমহাদেশের একাধিক অংশে। তবে যারা, একাধিক ওয়েব প্রযোজনা সংস্থার নিয়মিত দর্শক, শাহরুখের সংস্থা প্রযোজিত এই সিরিজ নিঃসন্দেহে তাদের কাছে আগ্রহের বিষয় হয়ে উঠবে একথা বলাই যায়।