পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রায় এক দশক আগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে নাক ভেঙে ফেলেছিলেন বর্তমান অধিনায়ক সের্গিও রামোস। সে ঘটনার পর তিন মাস কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই নিয়মিত খেলেন তিনি।
ঘটনাটি ২০০৭ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে। সেবার বাভারিয়ানদের রয় ম্যাককের সঙ্গে ধাক্কা লেগে নাক ভেঙে ফেলেন ডিফেন্ডার রামোস।
মজার ব্যাপারে, ওই ম্যাচের তিনদিন পর বার্সেলোনার বিপক্ষে ন্যুক্যাম্পে এল ক্লাসিকো ম্যাচে গোল করেছিলেন নাক ভাঙা রামোস।
এক দশক পর আবারও নাক ভাঙলেন রামোস। এবার মাদ্রিদ ডার্বিতে। শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হেড করতে গিয়ে প্রতিপক্ষের ফরাসি ডিফেন্ডার লুকাস এরনদেজের পায়ে লেগে নাকে ব্যথা পান রামোস।
প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রথমার্ধের বাকি সময় তিনি খেলা চালিয়ে গেলেও বিরতির পর আর তাকে নামাননি কোচ জিদান। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। ওয়েবসাইট।