পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের গুজরাটে বিধানসভা নির্বাচনের আগেই বিরোধী দল কংগ্রেসের সভাপতি হচ্ছেন দলের বর্তমান সহসভাপতি রাহুল গান্ধী। খবর এনডিটিভির।
আগামী ডিসেম্বরে দুই ধাপে ওই রাজ্যের নির্বাচন। তার আগেই ১৭ বছর ধরে কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মা সোনিয়া গান্ধীর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।
ভারতের নির্বাচন কমিশনের বর্ধিত সময় অনুযায়ী, ৩১ ডিসেম্বরের মধ্যে দলীয় নির্বাচন সম্পন্ন করতে হবে কংগ্রেসকে।
দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠকেই সোমবার সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।
রাহুল মায়ের মতোই দলের নিরঙ্কুশ সমর্থন পাবেন বলে আশা করা হচ্ছে। তাই দলটির সভাপতি নির্বাচনে ভোটাভুটি হতে পারে কেবলই আনুষ্ঠানিকতা।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দলীয় সভাপতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন সিডব্লিউসির ২৫ নেতা। সেই বৈঠকে সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক করাসহ দলীয় বিভিন্ন পদে নেতা নির্বাচনে ভোটাভুটির বিষয়ে আলোচনা হবে।