টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

পপুলার২৪নিউজ ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে আজই (শনিবার) প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট রানার্সআপ রাজশাহী কিংস ও চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস। গত আসরে ফাইনালে রাজশাহী ঢাকার কাছে হেরে গেলেও, আজকের ম্যাচে টস জিতেছে রাজশাহী কিংস। আর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তও নিয়েছে তারা।

চলতি আসর হার দিয়ে শুরু করলেও পরবর্তী থেকেই ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ডাইনামাইটস। সিলেটকে হটিয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আজ তাদের লক্ষ্য পয়েন্ট টেবিলের এক নম্বরকে আরও পাকাপোক্ত করা।

এদিকে রাজশাহী কিংস পাঁচ ম্যাচের তিন ম্যাচ হেরে আর দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে রাজশাহী। তাদের লক্ষ্য থাকবে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠে আসা।

আজকের ম্যাচকে সামনে রেখে রাজশাহী কিংস দলে দুটি পরিবর্তন এনেছেন। দলে ঢুকেছেন হোসেন আলি ও হাবিবুর রহমান জনি। আর ঢাকার খালিদ আহমেদের পরিবর্তে দলে ঢুকেছেন নূর আলম সাদ্দাম।

রাজশাহী কিংস
মুনিমুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহীম, জেমস ফ্রাঙ্কলিন, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, ড্যারেন স্যামি, জাকির হাসান, সামিট প্যাটেল, হোসেন আলি, হাবিবুর রহামান জনি।

ঢাকা ডায়নামাইটস
সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাদিফ চৌধুরী, আবু হায়দার রনি, জহরুল ইসলাম, শহিদ আফ্রিদি, এভিন লুইস, সুনিল নারিন, কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, নূর আলম সাদ্দাম ।

 

পূর্ববর্তী নিবন্ধসোহরাওয়ার্দীর সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা
পরবর্তী নিবন্ধচাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ২