৪৪ ক্রুসহ আর্জেটিনার সাবমেরিন নিখোঁজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
৪৪ জন ক্রু সদস্যকে নিয়ে মাঝ সমুদ্রে আর্জেটিনার একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার আটলান্টিক উপকূলের কাছে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সাবমেরিনটি।

আর্জেটিনার এই সাবমেরিনটির নাম এআরএ সান জুয়ান। বুধবার সান জর্জ গাল্ফ থেকে ৪৩২কিলোমিটার গভীরে শেষ অবধি ব়্যাডারে ধরা পড়েছিল এই জাহাজটি।

সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপে সফল হলো ভারতীয় নৌবাহিনী

জানা গেছে, সাবমেরিনটি উদ্ধারে আর্জেটিনার বিশাল নৌবাহিনী সার্চ অপারেশনে নেমেছে।

নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই সাবমেরিনটি উদ্ধারের চেষ্টা চলছে। এআরএ সান জুয়ানের সঙ্গে সংযোগ করার চেষ্টা চালাচ্ছে আর্জেটিনা নৌবাহিনী। আকাশপথে এবং পানিপথে ওই সাবমেরিনটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন উদ্বোধন আজ

সাবমেরিনটি উদ্ধারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা, ব্রিটেন এবং চিলি সরকার।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

 

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে প্লেন-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৪
পরবর্তী নিবন্ধ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদ্‌যাপন উপলক্ষে সোহরাওয়ার্দীতে নাগরিক সমাবেশ আজ