সৌদিতে একদিনেই সাড়ে ৭ হাজার গ্রেফতার

পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি আরবে বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে একদিনেই সাড়ে ৭ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
দেশটির শ্রম আইন ও বসবাসসংক্রান্ত আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
অভিযানের প্রথম দিনেই সাত হাজার ব্যক্তিকে আটক করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।
মানসুর আল তুর্কি বলেন, অভিযানে শুধু বসবাসসংক্রান্ত আইন ভঙ্গকারীদের গ্রেফতার করা হয়নি, যাদের বসবাসসংক্রান্ত কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে, তাদেরও আটক করা হচ্ছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে গ্রেফতার অভিযান শুরু করেছে। যেসব সৌদি প্রতিষ্ঠান অবৈধ শ্রমিক নিয়োগ করেছে, তাদেরও গ্রেফতার করা হবে।
যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে না। তবে যাদের মেয়াদ শেষ হয়েছে, তাদের যতদ্রুত সম্ভব ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।
পূর্ববর্তী নিবন্ধশীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম
পরবর্তী নিবন্ধমওলানা ভাসানীর মাজারে ভক্তদের ঢল