রক্ত দিয়ে স্বাক্ষর, বনশালীর মাথার দাম ৫ কোটি!

পদ্মাবতী’ ছবি ঘিরে বিতর্ক ক্রমেই তাণ্ডবের চেহারা নিচ্ছে। রাজপুত কার্নি সেনা ছবির শ্যুটিং এর সময় থেকেই তুমুল বিক্ষোভ, ভাঙচুর, চালাতে থাকে।

এরপর তাতেও ‘পদ্মাবতী’ -র মুক্তি না রোখায় দীপিকা পাড়ুকোনের নাক কাটার হুমকি দেয় কার্নি সেনা।তারপর একধাপ এগিয়ে ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালীর মাথা দাম ঘোষণা করল মিরাটের রাজপুত সম্প্রদায়।

এদিকে, সর্ব ব্রাক্ষণ মহাসভার পক্ষ র্কত দিয়ে সই করা পিটিশন পাঠানো হয়েএছ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছে। তাঁদের একটাই দাবি, বন্ধ করতে হবে ‘পদ্মাবতী’ ছবির মুক্তি। এদিকে, ছবিটি এখনও তিনি দেখেননি বলে জানিয়েছেন সিবিএফসির প্রধান প্রসূন জোশি।

এর আগে, কার্নি সেনা ও রাজপুত সম্প্রদায় ছাড়াও মেওয়ারের রাজ পরিবারের সদস্যরা ছবিটির মুক্তি রোখার জন্য আবেদন জানান প্রধানমন্ত্রীর কাছে।

এদিকে, ছবিটি এখনও তিনি দেখেননি বলে জানিয়েছেন সিবিএফসির প্রধান প্রসূন জোশি। এর আগে, কার্নি সেনা ও রাজপুত সম্প্রদায় ছাড়াও মেওয়ারের রাজ পরিবারের সদস্যরা ছবিটির মুক্তি রোখার জন্য আবেদন জানান প্রধানমন্ত্রীর কাছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের নামে সন্ত্রাস করলে দাঁতভাঙা জবাব: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধশীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম