মুকসুদপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগেঞ্জর মুকসুদপুরে গ্রাম আদালত সর্ম্পকে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভুমিকা র্শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালত প্রতিষ্ঠায় কর্মরত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েসন এর আয়োজনে বুধবার সকালে মুকসুদপুর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল। উপজেলা নির্বাহী অফিসার আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে ওই সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম এবং পরিকল্পনা সর্ম্পকে ধারনা দেন জেলা ফ্যাসিলেটটর নজরুল ইসলাম এবং গ্রাম আদালত বিষয়ক প্রকল্প সমন্বয়কারি এ্্যাডভোকেট সুব্রত কুমার দাস। অনুষ্ঠানে উপজেলা এনজিও এবং সরকারি অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা নারী-শিশুর পক্ষে সোচ্চার জোলি
পরবর্তী নিবন্ধমেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির দুই মামলা