পপুলার২৪নিউজ ডেস্ক:
গুঞ্জনকে সত্যি করে নিজ দেশের ক্রিকেটেরই কোচ হতে যাচ্ছেন টাইগারদের সাবেক লংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দেয়া বেতনের চেয়ে কম বেতনেই তিনি দেশের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন লংকান ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা।
লংকান ক্রীড়ামন্ত্রী জয়াসেকারা বলেন, ‘হাথুরু জানিয়েছে- এখানে তিনি অনেক বেশি বেতন প্রত্যাশা করছেন না। বরং দেশের জন্য তিনি কিছু করতে চান। উনি যে অনেক বড় অংকের বেতন ছেড়ে এখানে আসছেন, এ জন্য আমরা তাকে সম্মান জানাই।’
প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল হাথুরুর। তবে দক্ষিণ আফ্রিকা সফরেই বাংলাদেশের কোচের পদ থেকে সরে যাওয়ার ইচ্ছার কথা বিসিবিকে জানান তিনি।
বাংলাদেশের কোচ হিসেবে বিশ্বের সবচেয়ে দামি কোচদের তালিকায় চতুর্থ বেতন ও সুযোগ-সুবিধা পেতেন হাথুরুসিংহে। অবশ্য টাইগারদের ক্রিকেট মান বাড়াতেও তিনি সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করেন। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটে অনেক সফলতা আসে।