ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
খ্যাতিমান লেখক ও কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকার মহানগর মো. হাকিম খুরশীদ আলম এই দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট থানার জিআরও এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩ জুলাই ভোর ৫টার দিকে বাসার সামনে থেকে কে বা কারা ফরহাদ মজহারকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের আধা ঘণ্টা পর ফরহাদ মজহারের ফোন থেকে তার স্ত্রী ফরিদা আখতারের কাছে কল আসে। এ সময় ফরহাদ মজহার বলেন, ‘আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’

এর পর বিষয়টি আদাবর থানার পুলিশকে জানানো হয়।

পরে যশোরের নোয়াপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়। পরে তাকে আদালতে উপস্থিত করা হলে ফরহাদ মজহারকে নিজ জিম্মায় যাওয়ার অনুমতি দেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধশেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক ১
পরবর্তী নিবন্ধপুলিশ-জনগণ একসাথে কাজ করতে হবে : আইজিপি