পপুলার২৪নিউজ ডেস্ক:
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সব বিমানবন্দর এবং সমুদ্রবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
মঙ্গলবার হুথিদের রাজনৈতিক শাখা থেকে দেয়া এক বিবৃতিতে এ হুমকি দেয়া হয়।
ইয়েমেনে ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি জোটের আগ্রাসনের জবাবে এ ব্যবস্থা নেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর, সীমান্ত ক্রসিং পয়েন্ট এবং এসব দেশের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান আমাদের ক্ষেপণাস্ত্রের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে। কারণ তাদের ওপর হামলা আমাদের বৈধ অধিকার।
গত শনিবার সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথি বিদ্রোহীরা।
এই হামলাকে যুদ্ধ ঘোষণা হিসেবে আখ্যা দেয় সৌদি আরব।
এরপর সোমবার ইয়েমেনের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর সামিয়কভাবে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় সৌদি জোট।
এর পরদিনই পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি ও সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি দেয় হুথি বিদ্রোহীরা।
তারা বিবৃতিতে বলে, আমরা নিরলস বসে থাকব না। ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ বানচাল করতে এবং ইয়েমেনি জনগণকে দুর্ভিক্ষের মুখে ফেলা ও অপমানের চেষ্টার বিরুদ্ধে আমরা আরো নানা উপায়ে ব্যবস্থা নেব।’