বিরূপ মন্তব্য : তারেকের বিরুদ্ধে প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

সোমবার এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার নতুন এ দিন ধার্য করেন।

২০১৫ সালের ২০ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলায় অপর আসামি মির্জা ফখরুল ইসলাম জামিনে রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ আগস্ট লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এ ছাড়া ২ সেপ্টেম্বর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন তিনি।

এ দিকে মির্জা ফখরুল একই বছরের ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেছিলেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি।

এ সব বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ায় ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে মামলাটি করেন।

পূর্ববর্তী নিবন্ধবিস্ফোরক মামলায় জেএমবির ৪ সদস্যের ১২ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবিএনপির গণ-অভ্যুত্থানের হুমকি জাদুঘরে : কাদের