শ্যাননের সঙ্গে খালেদা জিয়ার আলোচনা ফলপ্রসূ: ফখরুল

 পপুলার২৪নিউজ প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীর।

সোমবার সকাল পৌনে ১১টায় বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

প্রায় এক ঘণ্টা বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম বলেন, চলমান রাজনীতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠকে বৃহৎ আলোচনা হয়েছে। এ আলোচনা ফলপ্রসূ বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের রাজনীতি বিষয়ক সেক্রেটারি থমাস শ্যানন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে ঢাকা সফর করছেন। সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপ ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করবেন। তারই অংশ হিসেবে বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছেন শ্যানন।
পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধ‘রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সিপিএ’