রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চলতি বছরের আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
এতে ১৬০টি আসনের বিপরীতে ২৬৭ জন ভর্তিচ্ছুকে সাক্ষাৎকারের জন্য নির্বাচন করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
সাক্ষাৎকারের জন্য ‘বি-১’ শিফট থেকে ১১৯ ক্রম পর্যন্ত মোট ১৩৭ জন এবং ‘বি-২’ শিফট থেকে ১১০ ক্রম পর্যন্ত মোট ১৩০ জন শিক্ষার্থীকে ডাকা হয়েছে।
আইন অনুষদের অধিকর্তা আবু নাসের মো. ওয়াহিদ জানান, আগামী ৭ থেকে ১২ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুদের বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ে ডিন্স কমপ্লেক্সে উত্তীর্ণদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড, সনদপত্র, বিষয় পছন্দক্রম ফরম এবং পরীক্ষার হলে স্বাক্ষরিত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www. ru.ac.bd) পাওয়া যাবে।