পপুলার২৪নিউজ ডেস্ক:
প্রথম ম্যাচে জিতে বেশ ভালো অবস্থানেই রয়েছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। তাই হয়তো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম ম্যাচেই তাদের এভাবে চেপে ধরার সুযোগ পেয়েছে দলটি। তাইজুল-সান্তোকিরা ৬ উইকেট তুলে নিয়ে ১৪৫ রানেই আটকে দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ফলে সিলেট সিক্সার্সের লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৬ রানের।
টস হেরে কুমিল্লার হয়ে ব্যাট করতে আসেন লিটন কুমার দাস ও ইমরুল কায়েস। দু’জনে দেখে শুনেই খেলছিলেন সিলেটের বোলারদের। ৩৬ রানের জুটিও গড়ে ফেলেন তারা। তবে সেই জুটিকে আর বেশিদূর আগাতে দেননি নাসির হোসেন। প্রথম ম্যাচের মতোই এদিনও প্রতিপক্ষের শিবিরে আঘাত হানেন তিনি।
ইনিংসের পঞ্চম ওভার করতে আসেন নাসির। নাসিরের পঞ্চম বলটি ইমরুল সজোরে খেলতে চাইলে ব্যাটের কানায় লেগে সরাসরি স্ট্যাম্পে আঘাত হানে। ফলে ১২ রান করেই সাজঘরে ফেরেন কুমিল্লার এ ওপেনার।
এরপরই তাইজুলের জোড়া আঘাত। পর পর ব্যক্তিগত দুই ওভারে তুলে নেন লিটন দাস (২১) ও জস বাটলারের (২) উইকেট। ফলে বেশ কিছুটা চাপে পড়ে যায় কুমিল্লা দল।
দলের হয়ে হাল ধরেন তখন মারলন স্যামুয়েলস। একাই খেলেন ৬০ রানের অসাধারণ একটা ইনিংস। যাতে ছিল তিনটি ছয় ও দুটি চারের মার। বল খরচ করেছেন ৪৭টি। দলের জন্য ২৬ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন অলক কাপালিও। তবে শেষ দিকে ব্রাভোর ১১ রানে কুমিল্লাকে লড়াই করার পুঁজি দিতে বেশ খানিকটা সাহায্য করেছে।
আজও উইকেট নেয়ার নেতৃত্ব শুরুতেই নিয়েছেন নাসির। এরপরই আসে তাইজুলের জোড়া আঘাত। দুইটি উইকেট পেয়েছেন সান্তোকি। আর একটি উইকেট পেয়েছেন লিয়াম প্লাঙ্কেট।
প্রথম ম্যাচে তুলনামূলক শক্তিশালী ঢাকার বিপক্ষে যেভাবে ব্যাটিং করেছে সিলেট, সেভাবে আজও খেলতে পারলে সহজেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে দুটি পাতা-একটি কুড়ির দেশ সিলেট।