মিয়ানমারের ওপর জাতিসংঘের অবরোধ আরোপ করা উচিত:সেতুমন্ত্রী

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে প্রয়োজনে মিয়ানমারের ওপর জাতিসংঘের অবরোধ আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকাল ১০টায় কক্সবাজারের হোটেল কক্সটুডেতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিভিন্ন সামাজিক সংগঠনের ত্রাণসামগ্রী ও আর্থিক অনুদান গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারে জাতিগত যে নিপীড়ন চলছে তা গণহত্যার শামিল।

তিনি বলেন, প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানবিকতার দ্বার উন্মোচন করেছেন শেখ হাসিনা।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, বিশ্ববাসী যেখানে শেখ হাসিনাকে নিয়ে প্রশংসা করছেন, সেখানে বাংলাদেশের একটি রাজনৈতিক দল তার বিরোধিতা করছেন। এটিই তাদের হাস্যকর রাজনীতির উদাহারণ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান বিচারপতির দায়িত্ব পালন সুদূর পরাহত: অ্যাটর্নি জেনারেল
পরবর্তী নিবন্ধবাইক রেসে আহত শাহরুখ কন্যা