পপুলার২৪নিউজ প্রতিবেদক:
সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের নামাজে জানাজা বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।
দলটির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়।
শুক্রবার সন্ধ্যার পর সাবেক এই রাষ্ট্রপতি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেন।
আবদুর রহমান বিশ্বাস ১৯২৬ সালের ১ সেপ্টেম্বর বরিশালের শায়েস্তাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭৯-৮০ সময়ে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় পাটমন্ত্রী ছিলেন। আর ১৯৮১-৮২ সালে রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।
১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন।