ইইউ কমিশনার কক্সবাজার যাচ্ছেন আজ

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা সংক্রান্ত কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডস ঢাকায় পৌঁছেছেন। তিন দিনের সফরে সোমবার রাতে তিনি ঢাকায় আসেন।

রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখার লক্ষ্যে তিনি আজ মঙ্গলবার কক্সবাজার যাচ্ছেন।

বুধবার বিকালে ইইউ কমিশনার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ঢাকায় কূটনৈতিক সূত্রে জানা গেছে এসব তথ্য।

রোহিঙ্গা সংকট নিরসনের লক্ষ্যে ইইউ মিয়ানমারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। জোটটি মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করেছে এবং সে দেশের জেনারেলদের ইউরোপে ভ্রমণ নিষিদ্ধ করেছে।

ঢাকায় ইইউ রাষ্ট্রদূত বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের সদিচ্ছা দেখা যাচ্ছে না। আর মিয়ানমার কোনো সাড়া না দিলে দেশটির বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞাসহ কঠোর পদক্ষেপ নিতে পারে ইইউ।

 

পূর্ববর্তী নিবন্ধ২ বছরের কারাদণ্ডের বিধান রেখে বালাইনাশক আইন অনুমোদন
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় আসছে কাল