পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওহাবকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিএনপি নেতার এ সাজার প্রতিবাদে মঙ্গলবার শৈলকূপায় আধাবেলা হরতালের ডাক দিয়েছে দলটি। সোমবার বেলা ১১টার দিকে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান দীপু।
সংবাদ সম্মেলনে রাকিবুল হাসান দীপু বলেন, আদালতের রায়ে আমরা সংক্ষুব্ধ। সম্পূর্ণ রাজনৈতিকভাবে মিথ্যা মামলায় আবদুল ওহাবকে সাজা দেয়া হয়েছে।
আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি উচ্চ আদালতে তিনি ন্যায়বিচার পাবেন। আমাদের নেতা মুক্ত হবেন।
তিনি আরও বলেন, মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত শৈলকূপা উপজেলায় হরতাল আহ্বান করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শৈলকূপা উপজেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান, ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, শৈলকূপা পৌর বিএনপির সভাপতি খলিলুর রহমান, সহসভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
এদিকে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় দুদকের ২৬(২) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।
২৭(১) ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ উপায়ে অর্জিত ৯৩ লাখ ৩৬৯ টাকা ৩২ পয়সা টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, মো. আবদুল ওহাব ঝিনাইদহ-১ আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য। এ ছাড়া বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।