পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাগলারহাট বাজারে ৩ মাতালের হামলা ও মারপিটে ঘটনাস্থলেই নিহত হয়েছেন হোটেল মালিক মমিনুল ইসলাম (৫০)। রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে পাগলার হাট বাজারে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ছাড়া উপজেলার সদরের জামতলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক, সুলতান ও সাদেক নামে ৩ গরু ব্যবসায়ী মদ্যপ অবস্থায় মমিনুলের দোকানে চা খেতে গেলে পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির এ পর্যায়ে মদ্যপরা হামলা চালায় মমিনুলের ওপর। তাকে এলোপাতাড়ি ঘুষি ও মারপিট করে তারা। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মমিনুল। এলাকাবাসী এ সময় তারেককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। লাশ ময়নাতদন্তর জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
ভুরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, চড়-থাপ্পড় মারার পর হার্ট অ্যাটাক হওয়ায় হাসপাতালে আনার পথে মমিনুলের মৃত্যু হয়। এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।