পুত্রসহ সিলেট কারাগার থেকে মুক্তি পেলেন রাগীব আলী

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
সিলেটের আলোচিত শিল্পপতি রাগীব আলী ও তার পুত্র আবদুল হাই সিলেট কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সিলেটের তারাপুর চা-বাগানের ভূমি আত্মসাতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি মামলায় দণ্ডিত এই বিশিষ্ট শিল্পপতি ও তার পুত্র।

রবিবার বেলা ১টা ২০ মিনিটে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এর আগে গত বৃহস্পতিবার তাদের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল উচ্চ আদালতে খারিজ হয়ে যায়। যার ফলে তাদের জামিন আদেশ বহাল থাকে।

গত বৃহস্পতিবার সকালে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন বিচারপতি ইমান আলী, বিচাপতি সৈয়দ মাহমুদ হাসান, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজের আদেশ দেন।

রাগীব আলীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ব্যারিস্টার ফজলে নুর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান, সাবেক বিচারপতি মনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার ইয়াদাজামান, অ্যাডভোকেট আসাদ উল্লাহ ও ব্যারিস্টার আব্দুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দিলুরুজ্জামান।

গত দুই ফেব্রুয়ারি সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারদন্ড দেন আদালত। ।

ওই রায়ের বিরুদ্ধে ১৬ ফেব্রুয়ারি দন্ডপ্রাপ্তরা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন।

আপিলে তারা জামিন চাইলে ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতে তা নামঞ্জুর করে দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে তারা আবেদন করেন।

 

পূর্ববর্তী নিবন্ধদিপীকা পাডুকোনের প্রশংসায় মাধুরী দিক্ষীত
পরবর্তী নিবন্ধজাতীয় সংগীত চান না বিদ্যা বালান