ঝালকাঠিতে মানববন্ধন সমাবেশ ও শোভাযাত্রা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

জলবায়ূ অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহি, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে রবিবার সকাল ১০টায় সমাবেশ, মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচির আয়োজন করে।

সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তালুকদার, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মো. ফিরোজ উদ্দীন, এরিয়া ম্যানেজার কাজী মো. এনামুল হক, জেলা ব্র্যাক প্রতিনিধি আবদুস সামাদ, ইয়েস সদস্য তারিকুল ইসলাম প্রিন্স, মশিউর রহমান, কনা আক্তার ও আমিনুল ইসলাম।
বক্তারা জলবায়ু সম্মেলনে টিআইবির ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানান। মানববন্ধন শেষে শহরে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। জার্মানির বন শহরে আগামী ৬ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনকে (কপ-২৩) সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরিমান্ড হচ্ছে মিয়ানমারে আটক দুই বিদেশি সাংবাদিকের
পরবর্তী নিবন্ধহামলা কারা করেছে, সাক্ষী সাংবাদিকেরাই: মির্জা ফখরুল