নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের মাধবপুর ব্রীজ সংলগ্ন সামাজিক বনায়নের ভুমি থেকে অবৈধভাবে ইট-বালুর ব্যবসা গুটিয়ে নিতে ছাতক সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয়েছে। বুধবার ইট-বালুর ব্যবসায়ী মাধবপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র চান্দ আলী ওরফে গেদন কে এ নোটিশ করা হয়। সওজ’র উপসহকারী প্রকৌশলী রমজান আলী স্বাক্ষরিত নোটিশে তিন কার্য দিবস অর্থাৎ ৩০ অক্টোবরের মধ্যে সওজ’র সরকারী ভুমি থেকে ইট-বালু, ও মিনি ক্রাসার মেশিন সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। কয়েক বছর আগে লিজ গ্রহনের মাধ্যমে মাধবপুর ব্রীজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের ভুমিতে অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় এখানে বৃক্ষ রোপন করেন স্থানীয় ময়না মিয়া, হানিফ আলী ও চমক আলী নামের ৩ ব্যক্তি। ইতিমধ্যে এসব গাছ বড় হয়ে এখানে সৃষ্টি হয়ে ছায়া ঘেরা সবুজ পরিবেশ। বর্তমানে লিজ গ্রহীতাদের যোগাযোগ মুলে মাধবপুর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র চান্দ আলী ওরফে গেদন বনায়নের গাছ কেটে সওজ’র ভুমিতে অবৈধভাবে ডাম্পিং সাইড হিসেবে ব্যবহার করে এখানে ইট-বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে। অধিক লাভবান হওয়ার জন্য এখানে বসানো হয়েছে একটি মিনি ক্রাসার মিল। এতে এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা ও সবুজ পরিবেশ ধ্বংসের পাশাপাশি নদীঘাটে যাতায়াত, গ্রামের গবাদিপশু মাঠে নিয়ে যাওয়া-আসা, শিশু-কিশোরদের খোলাধুলায় ব্যাঘাত সৃষ্টি হলে মঙ্গলবার সকালে এলাকাবাসীর পক্ষে মাধবপুর গ্রামের ফরিদ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল¬াহ খান ও সওজ’র উপসহকারী প্রকৌশলী রমজান আলী বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। এ ছাড়া সওজ’র সরকারী ভুমিতে ইট-বালু, ও মিনি ক্রাসার মেশিন বসিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় এবং সামাজিক বনায়ন ও সবুজ পরিবেশ ধ্বংস করার বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হলে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে। এর প্রেক্ষিতে বুধবার ব্যবসা গুটিয়ে নিতে নোটিশ প্রদান করে সওজ বিভাগ। এ ব্যাপারে সওজ ছাতকের উপসহকারী প্রকৌশলী রমজান আলী জানান, সওজ’র ভুমি থেকে ৩দিনের মধ্যে মালামাল সরিয়ে নিতে গেদন মিয়াকে নোটিশ দেয়া হয়েছে। অন্যতায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।