ভারতীয় দলে কেন মুসলিম ক্রিকেটার নেই?

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতীয় দলে কেন মুসলিম ক্রিকেটার নেই? সম্প্রতি এমন এক প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক এক আইপিএস অফিসার। তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই তার জবাব দিয়েছেন দেশটির ক্রিকেটার হরভজন সিং।

টুইটারে তিনি লিখেছেন, যারা দেশের হয়ে ক্রিকেট খেলেন, তারা সবাই হিন্দুস্তানি।

ভাজ্জি যখন এ কথা লিখছেন, ঘটনাচক্রে তার কিছুক্ষণ আগেই ভারতীয় টি২০ দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ।

বল হাতে যতটা আক্রমণাত্মক ছিলেন, ইদানীং সোশ্যাল মিডিয়াতেও ততটাই সক্রিয় ভাজ্জি।

গত ২২ অক্টোবর সাবেক আইপিএস অফিসার সঞ্জীব ভাট একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘এই সময়ে কি ভারতীয় ক্রিকেট দলে কোনো মুসলিম খেলোয়ার আছে? স্বাধীনতার পর এমনটা কত বার হয়েছে যে, ভারতীয় দলে কোনো মুসলিম ক্রিকেটার নেই? মুসলমানরা কি ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছে? নাকি যারা নির্বাচক, তারা অন্য খেলার নিয়ম মানছেন?

সঞ্জীবের এমন প্রশ্নে সবার আগে জবাবটা দিলেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার হরভজন সিং।

ভারতের জাতীয় দলের হয়ে একসময় মাঠ মাতিয়েছেন মোহাম্মদ কাইফ, ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের মতো ক্রিকেটাররা।

কিছুদিন আগেও জাতীয় দলের জার্সিতে দেখা গেছে মোহম্মদ শামিকে। সর্বশেষ ভারতের টি২০ দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

পূর্ববর্তী নিবন্ধসূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু