আমিরাতের টাকায় কাতারবিরোধী প্রচারণায় স্টিভ ব্যানন!

পপুলার২৪নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে বিচ্ছিন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের টাকা নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননের বিরুদ্ধে।

সম্প্রতি কাতারের বিরুদ্ধে ব্যানন সরব হওয়ার পরপরই তাকে নিয়ে এমন অভিযোগ ওঠে। যদিও ব্যানন এ অভিযোগ অস্বীকার করেছেন।

সোমবার হাডসন ইনস্টিটিউটে এক আলোচনায় অংশ নিয়ে স্টিভ ব্যানন বলেন, সন্ত্রাসী সংগঠনকে কাতারের অর্থ সাহায্য প্রদান ও ইরানের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যে সমস্যা সৃষ্টির যে অভিযোগ, সে কারণে দেশটির সঙ্গে সৌদি জোটের বিচ্ছিন্নতা এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিই বর্তমান সময়ের সবচেয়ে বড় সাংঘর্ষিক অবস্থা।

ব্যানন সৌদি কর্মকাণ্ডকে সমর্থন করেন এবং কাতারকে মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য ‘ইসলামী সন্ত্রাসবাদ’ সংগঠনের প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান।

তিনি বলেন, কাতারে যা ঘটছে তার প্রতিটি বিষয়ে আমাদের খবর ও নজরদারি দরকার। কারণ উত্তর কোরিয়ায় যা হচ্ছে সে বিষয়ে নজরদারি যেমন দরকারি, তেমনি কাতারের প্রতিটি খবর আমাদের জন্য সমানভাবে প্রয়োজনীয়।

তবে ব্যানন এমন সময় কাতার নিয়ে সমালোচনা করেছেন যখন তার ফার্মের সঙ্গে সম্পর্কিত মূল কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকাকে ৩ লাখ ৩০ হাজার ডলার দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

অভিযোগ রয়েছে, কাতারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো বিশ্বে জনমত তৈরির জন্য ওই টাকা দিয়েছে আমিরাত।

তবে ব্যানন এ ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজুলুম-নির্যাতন আর এমকে আনোয়ারকে স্পর্শ করবে না:বিএনপি
পরবর্তী নিবন্ধরূপার বোন পপি চাকরির নিয়োগপত্র পাচ্ছেন আজ